
ষষ্ঠ উপজেলা পরিষ সাধারণ নির্বাচনে আমতলী উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম সরোয়ার ফোরকান আনারস প্রতীক নিয়ে ৩৭৭০০ভোটে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে(পুরুষ) মোঃ মোয়াজ্জেম হোসেন খান টিউবয়েল প্রতিক নিয়ে ২৯৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসিকা তারতিলা জুথি ফুটবল প্রতিক নিয়ে ৩৬৪৩৬ ভোট পেয়ে বিজয় হয়েছে।