রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে এগারো টার সময় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, অফিসার ইনচার্জ(ওসি) হরিদাস মন্ডল,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ, আনসার ট্রেনার আব্দুল জব্বার,
জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, আইন শৃঙ্খলা কমিটির সদস্য এমাজ উদ্দিন মোল্লা, বসন্তকেদার ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুর রশিদ, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শাহীন সাগর।
আইনশৃঙ্খলা কমিটির সভায় হিট স্ট্রোক থেকে বাঁচতে করনীয়, সার্বজনীন পেনশন,
আগামী ২৯মে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, আত্মহত্যার প্রবনতা রোধ, বাজার মনিটর, মহাসড়কে জানযট মুক্ত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।