রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মাঠে আয়োজিত পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে গ্রিন সিটি একাদশ ও ক্লিন সিটি একাদশ দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গ্রিন সিটি একাদশ ও ক্লিন সিটি একাদশ রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন আকতার রেণী।
টুর্নামেন্টে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন গ্রিন সিটি একাদশ দলের অধিনায়ক উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচছন্ন কমকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেনসহ পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।