![](https://www.nababani.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম তুষার বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক প্রচেষ্টায় নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন করতে সহায়তার অর্থ দিয়ে আয়বর্ধকমূলক কাজে বিনিয়োগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
ইউএনডিপির প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার রশিদুল ইসলাম। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা, সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার নেতৃবৃন্দসহ উপকারভোগী বিভিন্ন সিডিসির সদস্যগণ উপস্থিত ছিলেন।