আজ ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১২ টায় জনাব মো: মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা মহোদয় রাজশাহী মহানগর ও জেলা সফর উপলক্ষ্যে রাজশাহীতে আগমন করলে আরএমপি সদর দপ্তরে অতিরিক্ত আইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। এরপর অতিরিক্ত আইজি মহোদয়কে আরএমপি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় অতিরিক্ত আইজি মহোদয় আরএমপি সদর দপ্তর ঘুরে ঘুরে দেখেন। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।