উপশহর মহিলা কলেজ, রাজশাহীর উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গনে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উপশহর মহিলা কলেজ, রাজশাহীর গভর্নিং বডির সভাপতি এ্যাড. মজিবুল হক বকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. তানবিরুল আলম এবং রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর শাহাব উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উপশহর মহিলা কলেজ, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।