রাজশাহীর উদ্যোক্তা এডমিন প্যানেলের উদ্যোগে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নগরীর মধুবন কনভেনশন হলে রাজশাহী উদ্যোক্তা ইনডোর কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী ও নারী নেত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী।। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ২২টি স্টল রয়েছে। রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল তিনদিনের এ আয়োজন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
অনুষ্ঠানে এফডবিউসিএর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়েসিস ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাধীন, রাজশাহী উদ্যোক্তা এডমিন প্যানেলের সদস্য তাসনিম আরা, নাফিসা তাসনিম ঝিলিক, ফারনাজ ইসলাম খান, মোঃ আব্দুল মতিন সোহাগ, মোঃ ইরফানুল হক সুমিত এ সময় উপস্থিত ছিলেন।
নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভালের উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৩:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- ৮৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ