জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর নগরীর শাহ মখদুম আবাসিক এলাকাস্থ জামিয়া দারুল উসওয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সাধারণ সম্পাদক ও জামিয়া দারুল উসওয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ওমর ফারুক, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ, মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাহাদত হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।