
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ২০২২ ২৪ সেপ্টেম্বর রোজ শনিবার চট্টগ্রাম হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিগত ১৯৯৬ সাল থেকে গণমানুষের অধিকার রক্ষায় গরীব, দুঃখী, অসহায় দুঃস্থ ও অধিকার বঞ্চিত মানুষদেরকে আইনগত সহযোগীতা প্রদান করে আসছে। বিগত২৬ বছর যাবৎ সংস্থার সকল সম্মানিত উপদেষ্টা ও কর্মী সংগঠকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিরলস শ্রমের বিনিময়ে অত্র সংস্থা হাটি হাটি পা করে আজ এগিয়ে যাচ্ছে। মানবাধিকার, নারীর অধিকার রক্ষায় এই সংস্থা ব্যাপক সুনাম অর্জন করেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দেশের সকল বিভাগের জেলা উপজেলাতে সদস্য, কর্মী, সংগঠক সেই কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অত্র সংস্থা জাতিসংঘের তালিকাভুক্ত হয়েছে এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ২০২২ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক নাজমুন নাহার হেনা ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন (পিপিএম-সেবা) অতিঃ ডি.আই.জি, ট্যুরিস্ট পুলিশ, চট্রগ্রাম বিভাগ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম শফিউল্লাহ (পুলিশ সুপার চট্টগ্রাম জেলা।
মোঃ শহিদুল ইসলাম( সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ,চকবাজার জোন সিএমপি চট্টগ্রাম ।
মোঃ মাসুম বিল্লাহ্ ফারদিন (এম্বাসেডর, বাংলাদেশ টুরিজম বোর্ড ও সিভিল এভিয়েশন অথরিটি)
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন: খন্দকার সাইফুল ইসলাম (সজল) সভাপতি আসক বিভাগীয় সমন্বয় পরিষদ।
উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা জেমস
সিনিয়র সহ সভাপতি আসক বিভাগীয় সমন্বয় পরিষদ।
উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান
সহ সভাপতি, রাজশাহী বিভাগ।
মোঃ সোলাইমান আলম শেঠ (প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি )
মোঃ নাজমুল আহসান (অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চট্টগ্রাম )
চট্টগ্রাম প্যানেল মেয়র জনাব মোঃ গিয়াস উদ্দিন।
উপস্থিত ছিলেন রোটারিয়ান এস এম আজিজ
(সিনিয়ার ভাইস চেয়ারম্যান, নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ।
সৈয়দ মাহফুজ হান্নান(বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, স্বাধীনতার ঘোষক এম এ হান্ননের সুযোগ্য সন্তান)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মাদ শাহাব উদ্দিন (সভাপতি আইন সহায়তা কেন্দ্র (আসক)ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ ।
নিবেদক: মোহাম্মাদ রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আলী আকবর।
আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহয়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সকল বিভাগের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন ও রাজনীতিবিদ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ২০২২ বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। এরপর হোটেল সৈকত হল রুমে চট্টগ্রাম বিভাগ আসক মোঃ শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীত এর মাধ্যমে। অনুষ্ঠানটি সকলের সহযোগীতায় সফলভাবে শেষ হয়।