সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহীর আয়োজনে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর দৃঢ় ও সুযোগ্য নেতৃত্বে আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছেন। আওয়ামী লীগ সরকারের কারণেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে।
সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী মহানগরের সভাপতি পূজন দাস রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রনি সরকার। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।#
বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৭:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- ২০৩ বার পড়া হয়েছে