ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে

  • মো. সোহেল মিয়া :
  • আপডেট সময় ০৬:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং প্রয়োজনে ছুটির দিনেও এই ঘোষণা আসতে পারে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী কিছু কাজ রয়েছে। এর মধ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পুরো কমিশন দেখা করবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য আগামীকালই বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠানো হবে। তিনি আরও বলেন, সংলাপ, আইন এবং বিধির সংস্কারসহ অন্যান্য তফসিল পূর্ব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং গত সপ্তাহে যে সংস্কারগুলো শেষ হয়েছে, সেগুলো আজ বা কালকের মধ্যে কমিশনের হাতে এসে পৌঁছাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে

আপডেট সময় ০৬:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং প্রয়োজনে ছুটির দিনেও এই ঘোষণা আসতে পারে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী কিছু কাজ রয়েছে। এর মধ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পুরো কমিশন দেখা করবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য আগামীকালই বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠানো হবে। তিনি আরও বলেন, সংলাপ, আইন এবং বিধির সংস্কারসহ অন্যান্য তফসিল পূর্ব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং গত সপ্তাহে যে সংস্কারগুলো শেষ হয়েছে, সেগুলো আজ বা কালকের মধ্যে কমিশনের হাতে এসে পৌঁছাবে।