ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররম মসজিদে ‘ইবাদতবান্ধব ধর্মীয় আবহ’ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে। মসজিদটির উন্নয়ন ও সংস্কার বিষয়ে দেশবাসীকে প্রকৃত তথ্য জানানোর উদ্দেশ্যে রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন, বিধি-বিধান অনুসরণ করেই এগিয়ে যেতে হয়, এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কাজ সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাব-স্টেশন নির্মাণ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করে বৈদ্যুতিক সমস্যার নিরসন করা হয়েছে। এছাড়া নতুন অগ্নি নির্বাপণব্যবস্থা সংযোজন করে স্পর্শকাতর ৮০টি স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য বাড়াতে মসজিদের ভেতরের ৪০টি এবং নারীদের নামাজ কক্ষের সব কটি এসি সার্ভিসিং ও সচল করা হয়েছে। ৪৯ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ১২ হাজার স্কয়ার ফুট উন্নতমানের কার্পেট সংযোজন এবং গত এক বছরে ১২০টি নতুন সিলিং ফ্যান ও ১০টি পেডেস্টাল ফ্যান সংযোজন করা হয়েছে। আধুনিক ও টেকসই ডিজাইনে পূর্বদিকের ৩০টি টয়লেট ও অজুখানা নতুনভাবে নির্মাণসহ অজুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানিকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে মসজিদ মার্কেটের আর্থিক দিকও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, গত এক বছরে বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে ২ কোটি টাকা বকেয়া আদায় করা হয়েছে এবং অবৈধ দখলদারদের কাছ থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি কার পার্কিং ইজারা দিয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। এক বছরে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে ১১০ কোটিতে উন্নীত হয়েছে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের কাজ অতি দ্রুত সময়ে শুরু করা হবে। এ সময় ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বায়তুল মোকাররম মসজিদে ‘ইবাদতবান্ধব ধর্মীয় আবহ’ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে। মসজিদটির উন্নয়ন ও সংস্কার বিষয়ে দেশবাসীকে প্রকৃত তথ্য জানানোর উদ্দেশ্যে রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন, বিধি-বিধান অনুসরণ করেই এগিয়ে যেতে হয়, এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কাজ সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাব-স্টেশন নির্মাণ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করে বৈদ্যুতিক সমস্যার নিরসন করা হয়েছে। এছাড়া নতুন অগ্নি নির্বাপণব্যবস্থা সংযোজন করে স্পর্শকাতর ৮০টি স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য বাড়াতে মসজিদের ভেতরের ৪০টি এবং নারীদের নামাজ কক্ষের সব কটি এসি সার্ভিসিং ও সচল করা হয়েছে। ৪৯ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ১২ হাজার স্কয়ার ফুট উন্নতমানের কার্পেট সংযোজন এবং গত এক বছরে ১২০টি নতুন সিলিং ফ্যান ও ১০টি পেডেস্টাল ফ্যান সংযোজন করা হয়েছে। আধুনিক ও টেকসই ডিজাইনে পূর্বদিকের ৩০টি টয়লেট ও অজুখানা নতুনভাবে নির্মাণসহ অজুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানিকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে মসজিদ মার্কেটের আর্থিক দিকও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, গত এক বছরে বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে ২ কোটি টাকা বকেয়া আদায় করা হয়েছে এবং অবৈধ দখলদারদের কাছ থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি কার পার্কিং ইজারা দিয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। এক বছরে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে ১১০ কোটিতে উন্নীত হয়েছে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের কাজ অতি দ্রুত সময়ে শুরু করা হবে। এ সময় ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।