
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির ২৯৯ নং (পার্বত্য জেলা) আসনে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) সকালে বিলাইছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার দূর্গম ৩ নং ফারুয়া ইউনিয়নকে কেন্দ্র করে এই সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আঃ সালাম ফকির, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. জাফর আহমেদ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম রনি। ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তঞ্চঙ্গার সভাপতিত্বে সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতি বৃদ্ধি ও কার্যকর প্রচারণা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার এবং সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকার পরিস্থিতি ও করণীয় সম্পর্কে মূল্যবান মতামত ব্যক্ত করেন, যা প্রচারণায় স্থানীয় বাস্তবতাকে প্রতিফলিত করবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহমেদ দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই নির্বাচনের মূল চাবিকাঠি হলো আমাদের সম্মিলিত শক্তি এবং প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর সক্ষমতা।” এই মতবিনিময় সভার মাধ্যমে ২৯৯ নং আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে আশা ব্যক্ত করেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মো. মোজাফফার আহমেদ, রাঙ্গামাটি (বিলাইছড়ি) প্রতিনিধি : 



















