
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাইলজুরী চক পাড়ায় দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বাইলজুরী নুরুল ইসলাম খানের বাড়ি থেকে মো. আরশেদ আলীর বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন অবহেলিত থাকায় আশেপাশের মানুষের ভোগান্তির অন্ত ছিল না। অবশেষে জনভোগান্তি দূর করতে ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
পয়লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল লতিফ উপস্থিত থেকে কাজটি সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সহকারী মো. ইলিয়াস উদ্দিন, মো. নুরুল ইসলাম খান পীর, পয়লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।