ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খু/ন

দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকী নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে আমিনুর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর একদল অস্ত্রধারী নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় বলে আমিনুরের বন্ধুরা জানিয়েছেন। নিহত আমিনুর সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. আজিজ সিদ্দিকীর ছেলে এবং তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

গোড়াইল গ্রামের বাসিন্দা শিপলু শনিবার এই নির্মম হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমিনুর সিদ্দিকী দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন এবং জিম্বাবুয়ের সীমান্তবর্তী এলাকা লিম্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁর মাথায় গুলি করে হত্যা করে। নির্মম এ হত্যার ঘটনায় তাঁর পরিবারসহ পুরো এলাকাজুড়ে বর্তমানে গভীর শোকের মাতম বইছে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী আমিনুর সিদ্দিকীর হত্যার ঘটনায় তাঁর গ্রামের বাসিন্দা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (যিনিও গোড়াইল গ্রামের বাসিন্দা) জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আমিনুর সিদ্দিকীর মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খু/ন

আপডেট সময় ০৯:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকী নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে আমিনুর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর একদল অস্ত্রধারী নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় বলে আমিনুরের বন্ধুরা জানিয়েছেন। নিহত আমিনুর সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. আজিজ সিদ্দিকীর ছেলে এবং তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

গোড়াইল গ্রামের বাসিন্দা শিপলু শনিবার এই নির্মম হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমিনুর সিদ্দিকী দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন এবং জিম্বাবুয়ের সীমান্তবর্তী এলাকা লিম্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁর মাথায় গুলি করে হত্যা করে। নির্মম এ হত্যার ঘটনায় তাঁর পরিবারসহ পুরো এলাকাজুড়ে বর্তমানে গভীর শোকের মাতম বইছে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী আমিনুর সিদ্দিকীর হত্যার ঘটনায় তাঁর গ্রামের বাসিন্দা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (যিনিও গোড়াইল গ্রামের বাসিন্দা) জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আমিনুর সিদ্দিকীর মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।