ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘গত ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পা’চা’র হয়েছে’ – শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক দেশ। তবে এ দেশকে দুর্নীতির মধ্য দিয়ে এমনভাবে লুটেপুটে নষ্ট করা হয়েছে যে, যতটুকু সামনের দিকে এগিয়ে যায়, তার থেকে বেশি পিছিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এক প্রীতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই বিপুল অঙ্কের অর্থ আমার, আপনার, কৃষক-দিনমজুরের খেটে খাওয়া মানুষের। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে নেতৃত্বের আসনে বসে আমাদের সবকিছু লুটেপুটে নিয়েছে এবং আজ তারা বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল, আদর্শিক জাগরণের কাছে সেসব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সামনের দিকে কতদূর যাব।

শিবির সভাপতি জুলাই আন্দোলনের আদর্শিক দিকটি তুলে ধরে বলেন, জুলাই হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। জুলাই একটি আদর্শের ভিত্তির ওপর দিয়ে রচিত হয়েছে। এই আদর্শের ধারা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলীলভাবে বিনির্মাণ করা যাবে। এসময় কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন ও দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘গত ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পা’চা’র হয়েছে’ – শিবির সভাপতি

আপডেট সময় ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক দেশ। তবে এ দেশকে দুর্নীতির মধ্য দিয়ে এমনভাবে লুটেপুটে নষ্ট করা হয়েছে যে, যতটুকু সামনের দিকে এগিয়ে যায়, তার থেকে বেশি পিছিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এক প্রীতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই বিপুল অঙ্কের অর্থ আমার, আপনার, কৃষক-দিনমজুরের খেটে খাওয়া মানুষের। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে নেতৃত্বের আসনে বসে আমাদের সবকিছু লুটেপুটে নিয়েছে এবং আজ তারা বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল, আদর্শিক জাগরণের কাছে সেসব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সামনের দিকে কতদূর যাব।

শিবির সভাপতি জুলাই আন্দোলনের আদর্শিক দিকটি তুলে ধরে বলেন, জুলাই হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। জুলাই একটি আদর্শের ভিত্তির ওপর দিয়ে রচিত হয়েছে। এই আদর্শের ধারা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলীলভাবে বিনির্মাণ করা যাবে। এসময় কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন ও দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।