
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি অভিনীত বহুল আলোচিত ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ, ফার্স্ট লুক এবং আনুষ্ঠানিক নাম। টম হার্পারের পরিচালনা ও স্টিভেন নাইটের চিত্রনাট্যে নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’। নির্মাতা পক্ষ জানায়, চলচ্চিত্রটি ৬ মার্চ ২০২৬-এ সীমিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এরপর ২০ মার্চ ২০২৬ থেকে নেটফ্লিক্সে এর বিশ্বব্যাপী স্ট্রিমিং শুরু হবে বলে ডেডলাইন নিশ্চিত করেছে।
এই সিনেমায় আবারও দর্শকের সামনে ফিরছেন সিলিয়ান মারফি তার বিখ্যাত চরিত্র টমি শেলবি হয়ে। তার সঙ্গে থাকছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, ব্যারি কিওগান, স্টিফেন গ্রাহাম ও জে লিকারগোর মতো তারকারা। সিরিজের পুরনো মুখ নেড ডেনেহি, পাকি লি এবং ইয়ান পেককেও ফের দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট ১৯৪০ সালের বার্মিংহাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময়ে স্বেচ্ছা নির্বাসনে থাকা টমি শেলবি দেশে ফিরে আসেন। পরিবার ও দেশের অস্তিত্ব যখন হুমকির মুখে, তখন তাকে নিজের অতীতের মুখোমুখি হতে হয় এবং তার উত্তরাধিকার রক্ষা করবেন নাকি স্বয়ং ধ্বংস করবেন—এই টানাপোড়েনেই এগোবে কাহিনি।
এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলিয়ান মারফি। এক বিবৃতিতে তিনি বলেন, “এই সিনেমা মূলত ভক্তদের জন্যই তৈরি।” উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা বাফটা-জয়ী সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর ষষ্ঠ মৌসুম শেষ হওয়ার পরে মারফি ‘ওপেনহাইমার’ ছবিতে অভিনয় করে অস্কার জয় করেন। তবে তার আন্তর্জাতিক খ্যাতির মূল উৎস এখনও টমি শেলবি চরিত্রটাই।
বিনোদন ডেস্ক : 


















