ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন : বাজেট ৩০০ কোটি

উত্তরপ্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বাবরি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে শুরু হওয়া এই উচ্চাভিলাষী প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝামাঝি এলাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।

হুমায়ুন কবির জানান, প্রায় ২৫ বিঘা জমির ওপর এই কমপ্লেক্স গড়ে উঠবে; যার মধ্যে মূল মসজিদটি নির্মিত হবে তিন কাঠা জমিতে। এছাড়া পুরো চত্বরে থাকবে একটি হাসপাতাল, গেস্টহাউস এবং একটি বড় সভাকক্ষ। তিনি অর্থাভাব হবে না বলে নিশ্চিত করে বলেন, একজন শিল্পপতি ইতোমধ্যেই ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে হজরত মাওলানা মুফতি সুফিয়ান (সৌদি আরব) সহ বেশ কিছু বিশিষ্ট ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। মুসল্লিরা ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন এবং একজন চিকিৎসক এক কোটি রুপি দান করেন, যা কয়েক কোটি টাকার সামগ্রিক দানের অংশ।

নির্মাণকাজকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। তবে শুক্রবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। আদালত জানায়, প্রকল্পে হস্তক্ষেপের প্রয়োজন নেই, তবে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে। এরপর এলাকায় তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অনুষ্ঠানে হুমায়ুন কবির দৃঢ়তার সঙ্গে বলেন, উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে এবং কোনো বাধা সত্ত্বেও কাজ থামানো হবে না। তিনি পুনর্ব্যক্ত করেন, “এটি মুসলমানদের প্রতিশ্রুতি—বাবরি মসজিদ তৈরি হবেই।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন : বাজেট ৩০০ কোটি

আপডেট সময় ০৯:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

উত্তরপ্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বাবরি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে শুরু হওয়া এই উচ্চাভিলাষী প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝামাঝি এলাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।

হুমায়ুন কবির জানান, প্রায় ২৫ বিঘা জমির ওপর এই কমপ্লেক্স গড়ে উঠবে; যার মধ্যে মূল মসজিদটি নির্মিত হবে তিন কাঠা জমিতে। এছাড়া পুরো চত্বরে থাকবে একটি হাসপাতাল, গেস্টহাউস এবং একটি বড় সভাকক্ষ। তিনি অর্থাভাব হবে না বলে নিশ্চিত করে বলেন, একজন শিল্পপতি ইতোমধ্যেই ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে হজরত মাওলানা মুফতি সুফিয়ান (সৌদি আরব) সহ বেশ কিছু বিশিষ্ট ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। মুসল্লিরা ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন এবং একজন চিকিৎসক এক কোটি রুপি দান করেন, যা কয়েক কোটি টাকার সামগ্রিক দানের অংশ।

নির্মাণকাজকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। তবে শুক্রবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। আদালত জানায়, প্রকল্পে হস্তক্ষেপের প্রয়োজন নেই, তবে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে। এরপর এলাকায় তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অনুষ্ঠানে হুমায়ুন কবির দৃঢ়তার সঙ্গে বলেন, উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে এবং কোনো বাধা সত্ত্বেও কাজ থামানো হবে না। তিনি পুনর্ব্যক্ত করেন, “এটি মুসলমানদের প্রতিশ্রুতি—বাবরি মসজিদ তৈরি হবেই।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন।