ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সাংবাদিকের বাড়িতে চুরি

ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরের মাওলানা আব্দুল আলী সড়কের রহিমের মোড় এলাকায় সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ৪ ডিসেম্বর গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সাংবাদিক সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন,
ফরিদপুরে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির সংবাদ প্রকাশের পর আমাকে কুপিয়ে জখম করা হয়। এখনো পুরোপুরি সুস্থ নই। হামলার পর থেকেই নানা মহল থেকে হুমকি পাচ্ছিলাম। সেই শত্রুতার জেরে হয়তো আমার বাড়িতে পরিকল্পিত চুরি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়—ঘরের আলমারি, শোকেস, ফার্নিচারসহ বহু সামগ্রী ভাঙচুর করা হয়েছে। প্রতিটি কক্ষ এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ লুট হয়েছে, যার মধ্যে রয়েছে মূল্যবান ইলেকট্রনিকস, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসি এসএম নুরুজ্জামান। তিনি বলেন,
ভাঙচুর ও লুটের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতের টহল কম থাকায় চুরি ও ছিনতাই বেড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক সাজ্জাদ হোসেন আরও বলেন, “এটি নিছক চুরি নয়, সাংবাদিকতার কারণে আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত হামলা।”
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের ইচ্ছাকৃত হামলা ও চুরির দায়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সাংবাদিকের বাড়িতে চুরি

আপডেট সময় ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরের মাওলানা আব্দুল আলী সড়কের রহিমের মোড় এলাকায় সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ৪ ডিসেম্বর গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সাংবাদিক সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন,
ফরিদপুরে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির সংবাদ প্রকাশের পর আমাকে কুপিয়ে জখম করা হয়। এখনো পুরোপুরি সুস্থ নই। হামলার পর থেকেই নানা মহল থেকে হুমকি পাচ্ছিলাম। সেই শত্রুতার জেরে হয়তো আমার বাড়িতে পরিকল্পিত চুরি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়—ঘরের আলমারি, শোকেস, ফার্নিচারসহ বহু সামগ্রী ভাঙচুর করা হয়েছে। প্রতিটি কক্ষ এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ লুট হয়েছে, যার মধ্যে রয়েছে মূল্যবান ইলেকট্রনিকস, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসি এসএম নুরুজ্জামান। তিনি বলেন,
ভাঙচুর ও লুটের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতের টহল কম থাকায় চুরি ও ছিনতাই বেড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক সাজ্জাদ হোসেন আরও বলেন, “এটি নিছক চুরি নয়, সাংবাদিকতার কারণে আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত হামলা।”
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের ইচ্ছাকৃত হামলা ও চুরির দায়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।