
গণঅধিকার পরিষদের উদ্যোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অফিসার্স ক্লাবে শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার উন্নয়ন, সমাজে ন্যায়-অন্যায়ের চিত্র তুলে ধরা, গণমানুষের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার নীতিশাস্ত্র—সবকিছু মিলিয়ে পুরো আয়োজনটি ছিল ভাবগম্ভীর ও উদ্দীপনাময়। সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
আলোচকরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষক ও সাংবাদিক সমাজের অবদান অত্যন্ত গভীর। শিক্ষকেরা জাতি গঠনের কারিগর; আর সাংবাদিকরা সমাজের আয়না। তাই এ দুই পেশাজীবী শ্রেণির সমন্বয় ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন অনিবার্যভাবে এগিয়ে আসবে। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সভায় তাদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গলাচিপা অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলো তুলে ধরতে শিক্ষক ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অংশ নেওয়া শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা প্রত্যাশা করেন, গণঅধিকার পরিষদ এসব বিষয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। অন্যদিকে সাংবাদিকরা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সমাজ বদলে দেওয়ার অন্যতম শক্তি। তাই শিক্ষক ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল সফল ও ফলপ্রসূ, যা গলাচিপা অঞ্চলে নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে বলে সব অংশগ্রহণকারী আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ ইলিয়াস পালোয়ান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : 



















