
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। (৬ ডিসেম্বর) শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়ি পৌঁছেন। কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন।
এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশন এর সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জার্সি উপহার দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, শফিকুল ইসলাম প্রমুখ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 



















