ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি পৌরসভার উদ্যোগে আজ শনিবার (৬ ডিসেম্বর) সফলভাবে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। সকাল ৮টায় কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রতিযোগীরা দৌড় শুরু করেন এবং রাঙামাটি পৌরসভায় এসে তাঁদের ২৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়া শেষ হয়।

এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর সভার প্রশাসক মো. মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দিলদার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে রাঙামাটি পৌরসভা চত্বরে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পুরুষ এবং নারী বিভাগে প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৮ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও, চল্লিশোর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৪ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল ফিনিসারকে মেডেল প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল একরামুর রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাঙামাটি পৌরসভার উদ্যোগে আজ শনিবার (৬ ডিসেম্বর) সফলভাবে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। সকাল ৮টায় কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রতিযোগীরা দৌড় শুরু করেন এবং রাঙামাটি পৌরসভায় এসে তাঁদের ২৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়া শেষ হয়।

এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর সভার প্রশাসক মো. মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দিলদার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে রাঙামাটি পৌরসভা চত্বরে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পুরুষ এবং নারী বিভাগে প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৮ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও, চল্লিশোর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৪ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল ফিনিসারকে মেডেল প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল একরামুর রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।