
উপজেলা বিএনপির উদ্যোগে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকলা মোড়ে আজ সন্ধ্যা সাতটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এম. আকবর আলী।
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে সারাদেশের দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। এর মধ্যেই ঢাকায় অবস্থানকালে এম. আকবর আলী উল্লাপাড়া আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচার–প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেন।
সন্ধ্যায় উল্লাপাড়ায় ফেরার পর তাঁকে স্বাগত জানাতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক শ্রীকলা মোড়ে জড়ো হন। এ সময় তাদের সঙ্গে নিয়ে তিনি দোয়া মাহফিলে অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন। মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 



















