
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. কাউসার (২৯) নামে এক হাইস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ স্কুল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালক কাউসার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।
সূত্র জানায়, শুক্রবার ভোরে নারায়ণহাট থেকে বিদেশগামী যাত্রী নিয়ে হাইস গাড়িটি (চট্টমেট্রো-চ-১১-৫০৭৯) বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইস চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আহত বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে। জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : 



















