
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত মেসার্স ফাইম ইটভাটা, মেসার্স আলফালা ব্রিকস এবং মেসার্স নয়ন ব্রিকস—এই তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোট চল্লিশ হাজার টাকা জরিমানাধার্য ও আদায় করে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এসময় জেলা পুলিশের সদস্যরা এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টকে নিরাপত্তা সহায়তা প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
কামরুল হাসান জীবন, নওগাঁ প্রতিনিধি : 






















