ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সমালোচনায় পাটোয়ারী, বিএনপির সাথে ঐক্যের ইঙ্গিত

  • ডিপটি প্রধান :
  • আপডেট সময় ০৪:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও জুলাই বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে শর্ত সাপেক্ষে ঐক্য গড়ার বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি দীর্ঘ পোস্ট দেন এই তরুণ নেতা। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, “বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট, যা ব্যক্তি-নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি।”

পাটওয়ারী আরও বলেন, “ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে, নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে। ভারতের কংগ্রেসও আজ একই পথ খুঁজছে: পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথ।” তিনি দেশের মূল সংকটকে দুটি ধারার আধিপত্যবাদ হিসেবে চিহ্নিত করেন: “বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, দুই ধারার আধিপত্যবাদ: মুজিববাদ ও মওদূদীবাদ। গত পাঁচ দশক ধরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধের এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ, যার নিয়ন্ত্রণে ছিল কখনো মুজিববাদ, কখনো মওদূদীবাদ। এই দ্বৈত আধিপত্যের ফলে আমাদের রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্রমশ ভেঙে পড়েছে।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এ লড়াই কেবল নির্বাচন বা ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে বাঁচাতে হলে প্রথমেই বাঁচাতে হবে তার রাজনীতিকে—প্রক্সির ছায়া থেকে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর থেকেই বিএনপির সমালোচনায় মুখর ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কখনো সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে, কখনো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিশানা করে, আবার কখনো খোদ তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু কয়েক মাস না যেতেই সেই বিএনপির সঙ্গেই ঐক্য গড়ার বার্তা দিলেন এই এনসিপি নেতা। তবে তার এই ঐক্যের ডাক ভালোভাবে নেননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। পাটওয়ারীর ফেসবুক বক্তব্যকে ‘ভাওতাবাজি’ বলে দাগিয়ে দিয়েছেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের সমালোচনায় পাটোয়ারী, বিএনপির সাথে ঐক্যের ইঙ্গিত

আপডেট সময় ০৪:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও জুলাই বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে শর্ত সাপেক্ষে ঐক্য গড়ার বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি দীর্ঘ পোস্ট দেন এই তরুণ নেতা। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, “বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট, যা ব্যক্তি-নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি।”

পাটওয়ারী আরও বলেন, “ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে, নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে। ভারতের কংগ্রেসও আজ একই পথ খুঁজছে: পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথ।” তিনি দেশের মূল সংকটকে দুটি ধারার আধিপত্যবাদ হিসেবে চিহ্নিত করেন: “বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, দুই ধারার আধিপত্যবাদ: মুজিববাদ ও মওদূদীবাদ। গত পাঁচ দশক ধরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধের এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ, যার নিয়ন্ত্রণে ছিল কখনো মুজিববাদ, কখনো মওদূদীবাদ। এই দ্বৈত আধিপত্যের ফলে আমাদের রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্রমশ ভেঙে পড়েছে।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এ লড়াই কেবল নির্বাচন বা ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে বাঁচাতে হলে প্রথমেই বাঁচাতে হবে তার রাজনীতিকে—প্রক্সির ছায়া থেকে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর থেকেই বিএনপির সমালোচনায় মুখর ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কখনো সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে, কখনো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিশানা করে, আবার কখনো খোদ তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু কয়েক মাস না যেতেই সেই বিএনপির সঙ্গেই ঐক্য গড়ার বার্তা দিলেন এই এনসিপি নেতা। তবে তার এই ঐক্যের ডাক ভালোভাবে নেননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। পাটওয়ারীর ফেসবুক বক্তব্যকে ‘ভাওতাবাজি’ বলে দাগিয়ে দিয়েছেন তাঁরা।