
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৭নং খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ (ইতালি) যাত্রার অভিযোগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে—চেয়ারম্যান আনোয়ার হোসেন খান কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশে গমন করায় প্রশাসনিকভাবে এটি আইনবহির্ভূত কাজ। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪(৪)(জ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এদিকে, চেয়ারম্যানের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অসঙ্গতির অভিযোগ উঠেছিল। স্থানীয়দের দাবি—আব্দুল্লাহপুর পুরান বাজার এলাকার কালনি নদীর পাড় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন, নদীর তীর ভাঙন বৃদ্ধি এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এসব অভিযোগের বিষয়েও স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় তদন্ত পরিচালনা করেছে বলে জানা যায়।
পৃথক আরেকটি আদেশে চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত অপসারণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে দশ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জেলা প্রশাসক, কিশোরগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন ও নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
মো. সোহেল মিয়া, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ : 






















