
টাঙ্গাইলের নাগরপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন তাঁরা।
আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 



















