ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শীঘ্রই বাংলাদেশে পেপ্যাল আসছে : সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংক

গ্লোবাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল দ্রুতই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। গভর্নর বলেন, “আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে চায়। পেপ্যাল চালু হলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজেই পণ্য বিক্রি করতে ও পেমেন্ট গ্রহণ করতে পারবেন।”

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকের লেটার অব ক্রেডিট (এলসি) প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান রপ্তানি করতে পারেন না। পেপ্যাল চালু হলে ইউরোপ, আমেরিকাসহ নানা দেশে স্বল্প পরিমাণ পণ্য পাঠিয়ে সহজে অর্থ গ্রহণ করা সম্ভব হবে। গভর্নর আরও মন্তব্য করেন, বর্তমানে এই ধরনের প্ল্যাটফর্ম না থাকায় আউটসোর্সিং কর্মীরা অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে তাঁদের উপার্জিত অর্থ পেতে নানা ভোগান্তিতে পড়েন এবং অনেক সময় পুরো অর্থই পান না। পেপ্যাল চালু হলে এই ভোগান্তি দূর হবে।

উল্লেখ্য, পেপ্যাল বিশ্বব্যাপী ব্যবহৃত একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে সহজে অনলাইনে টাকা পাঠানো–নেওয়া, বিল পরিশোধ ও আন্তর্জাতিক লেনদেন করা যায়। এটি নিরাপদভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে। বিশ্বের দুই শতাধিক দেশে লাখো ফ্রিল্যান্সার ও অনলাইন ব্যবসায়ী এই সেবা ব্যবহার করে থাকেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ-২ আসনে বিএনপির ১৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন

শীঘ্রই বাংলাদেশে পেপ্যাল আসছে : সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৪:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

গ্লোবাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল দ্রুতই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। গভর্নর বলেন, “আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে চায়। পেপ্যাল চালু হলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সহজেই পণ্য বিক্রি করতে ও পেমেন্ট গ্রহণ করতে পারবেন।”

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকের লেটার অব ক্রেডিট (এলসি) প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান রপ্তানি করতে পারেন না। পেপ্যাল চালু হলে ইউরোপ, আমেরিকাসহ নানা দেশে স্বল্প পরিমাণ পণ্য পাঠিয়ে সহজে অর্থ গ্রহণ করা সম্ভব হবে। গভর্নর আরও মন্তব্য করেন, বর্তমানে এই ধরনের প্ল্যাটফর্ম না থাকায় আউটসোর্সিং কর্মীরা অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে তাঁদের উপার্জিত অর্থ পেতে নানা ভোগান্তিতে পড়েন এবং অনেক সময় পুরো অর্থই পান না। পেপ্যাল চালু হলে এই ভোগান্তি দূর হবে।

উল্লেখ্য, পেপ্যাল বিশ্বব্যাপী ব্যবহৃত একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে সহজে অনলাইনে টাকা পাঠানো–নেওয়া, বিল পরিশোধ ও আন্তর্জাতিক লেনদেন করা যায়। এটি নিরাপদভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে। বিশ্বের দুই শতাধিক দেশে লাখো ফ্রিল্যান্সার ও অনলাইন ব্যবসায়ী এই সেবা ব্যবহার করে থাকেন।