
নওগাঁয় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে জেলার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভূঁইয়া, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ইউনাইটেড প্রেস ক্লাবের কামরুল হাসান জীবন সহ নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময়ের সময় পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “নওগাঁকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলায় পরিণত করতে গণমাধ্যমের সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় গুজব প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা চাই সাংবাদিকরা দায়িত্বশীল ও সজাগ থাকবেন, আর পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নির্বাচন সুষ্ঠু রাখতে কাজ করবে।”
তিনি আরও বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, থানায় জবাবদিহি বাড়ানো এবং যেকোনো অভিযোগে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। সভা শেষে সাংবাদিকরা নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কামরুল হাসান জীবন, নওগাঁ প্রতিনিধি : 


















