
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাঁশঘর এলাকার আহমেদ আলী হাজী বাড়িতে জমি দখলকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, সোমবার রাত দশটায় চাচা হাসমত উল্ল্যার (৭০) জমিতে জোরপূর্বক ঘর তুলতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাঁরই ভাতিজা তোফায়েল (৩৪) ও মোহন (৩০) সহ ভাড়া করা সন্ত্রাসী বাহিনী হাসমত উল্ল্যার ওপর বর্বর হামলা চালায়।
নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার পর হাসমত উল্ল্যাহকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে ভাতিজা তোফায়েল ও মোহন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 


















