
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। সোমবার (১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার অন্যতম জনবহুল হরিণা পিপুলবাড়ীয়া বাজারে বিউটি সিনেমা হল সংলগ্ন জনতা ব্যাংকের ছাদে এই দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মো. রেজাউর রহমান খান দুদু। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, “বেগম খালেদা জিয়া জাতির এক অবিচ্ছেদ্য সম্পদ। তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।” ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল হাই বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, বরং দেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আরও বলেন, জাতির এই ক্রান্তিকালে তাঁর সুস্থতা খুবই প্রয়োজন। “মহান আল্লাহ তায়ালা গণতন্ত্রের কাণ্ডারি বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন।”
উক্ত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মির্জা শামীম হোসেন, সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না সরকার, বাগবাটী ইউনিয়ন যুবদলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাগবাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব হাসান খান, ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
শাহীন খান, স্টাফ রিপোর্টার : 


















