বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর মহানগরের গাছা থানায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় গাছা থানা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রীয়
কার্যকরী সভাপতি, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মির্জা শফিক ও সাবেক সাধারণ নূর আলম চৌধুরী, ৩৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ রমজান আলী, ৩৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি বাহার উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাছা থানা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন খান জসু সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে একজন আপোষহীন দেশনেত্রী হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার বলিষ্ঠ নেতৃত্বে অদ্যাবধি দল সুসংগঠিত রয়েছে। দেশনেত্রীর জন্য আমাদের সকলের কায়মনো বাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করতে হবে, মহান আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন। তিনি বেঁচে থাকলে আমরা সকলেই ভালো থাকবো।”
তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়া তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং সারা জীবন ন্যায়ের সাথে থেকে দলকে পরিচালিত করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন সরকার বলেন, “দল যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।” নেতৃবৃন্দের প্রার্থনা ও প্রত্যয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে “আমাদের সকলের মা” উল্লেখ করে মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে তাঁরা বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন এবং ঘরে ঠিকমতো ঘুমাতে পারেননি। এই কঠিন সময়েও দলের প্রতি ভালোবাসা থেকে তাঁরা ঐক্যবদ্ধ আছেন।
নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করব ইনশাল্লাহ।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মাসুদ খান।
এমারত হোসেন বকুল সরকার : 


















