
‘পার্বত্য চুক্তি কালো চুক্তি, এ চুক্তি বাতিলের কোন বিকল্প নেই। কারণ এটা একটি রাজনৈতিক দলের সাথে একটি স্বশস্ত্র সংগঠনের চুক্তি হয়েছে। চুক্তিতে পার্বত্যবাসীর কোন মতামত নেওয়া হয়নি। যিনি এ চুক্তি করেছেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাই এ চুক্তি বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।’
সোমবার (০১ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের একটি ব্যক্তি মালিকানাধীন রেঁস্তারায় বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল ও চার দফা দাবীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংগঠনটির এ কেন্দ্রীয় নেতা বলেন, ১৯৯৭ সালের তথাকথিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে কাঙ্খিত শান্তি ও স্থিতিশীলতা আসেনি। উল্টো, চুক্তির শর্তাবলি বাংলাদেশের মূল সংবিধানের সাথে বহুলাংশে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ের পরিস্থিতি আরও জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, পিসিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন, পিসিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের, স্থায়ী কমিটির সদস্য ও পিসিএনপি’র রাঙামাটি জেলা সভাপতি মোঃ সোলায়মান, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম. রুহুল আমিন, পিসিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল,রাঙামাটি জেলা পিসিএনপি সাধারণ সম্পাদক ডা: মুহাম্মদ ইব্রাহিম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ সুমন খান রাঙামাটি : 



















