ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন শতভাগ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার এবং জনপ্রিয়তায় দেশের ‘সুপারব্র্যান্ড’ ও টেক জায়ান্ট ওয়ালটন এখন শীর্ষে অবস্থান করছে। এই জনপ্রিয়তার কারণেই ওয়ালটনের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেলে ওয়ালটনের নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংকের মাধ্যমে একটি প্রতারক চক্র লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমতাবস্থায়, সবার আর্থিক ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ওয়ালটন সম্পর্কিত যেকোনো অফার বা তথ্য শুধুমাত্র আমাদের হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট কিংবা ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি, কোনো তথ্যের জন্য আগ্রহীরা আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ এ (সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) যোগাযোগ করতে পারেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, ওয়ালটন যদি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য কোনো উপহার ক্যাম্পেইন চালু করে, তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে মূল ধারার গণমাধ্যম লক্ষ্য করলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, উপহার দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে এবং তা প্রদান করা হয়, তবে সেই দায় ওয়ালটন নেবে না। মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না পড়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ-২ আসনে বিএনপির ১৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন

ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান

আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন শতভাগ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার এবং জনপ্রিয়তায় দেশের ‘সুপারব্র্যান্ড’ ও টেক জায়ান্ট ওয়ালটন এখন শীর্ষে অবস্থান করছে। এই জনপ্রিয়তার কারণেই ওয়ালটনের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেলে ওয়ালটনের নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংকের মাধ্যমে একটি প্রতারক চক্র লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমতাবস্থায়, সবার আর্থিক ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ওয়ালটন সম্পর্কিত যেকোনো অফার বা তথ্য শুধুমাত্র আমাদের হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট কিংবা ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি, কোনো তথ্যের জন্য আগ্রহীরা আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ এ (সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) যোগাযোগ করতে পারেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, ওয়ালটন যদি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য কোনো উপহার ক্যাম্পেইন চালু করে, তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে মূল ধারার গণমাধ্যম লক্ষ্য করলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, উপহার দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে এবং তা প্রদান করা হয়, তবে সেই দায় ওয়ালটন নেবে না। মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না পড়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।