
ফরিদপুরের ভাঙ্গায় কভার ভ্যান ও কমলা বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মদুল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক আশিকুল ইসলাম (২৯)। সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভাধীন ভাঙ্গা–ফরিদপুর মহাসড়কে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩১৫৪) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা কমলা বোঝাই পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-২১-৮৯৭২) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পশ্চিম পাশের গভীর খাদে পড়ে যায়।
এতে পিকআপ ভ্যানের মালিক মদুল্লা ঘটনাস্থলেই মারা যান। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি এলাকার ছাত্তার মেম্বারের ছেলে।
গুরুতর আহত চালক আশিকুল ইসলাম (২৯), পিতা আকবর খা, সাং—ঘোষেরচর, জেলা গোপালগঞ্জ—কে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। তবে দুর্ঘটনার পর কভার ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
শেখ হাচান, ফরিদপুর জেলা প্রতিনিধি : 






















