
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় ধুনট উপজেলার গজারিয়া ছোট চিকাশি হাফিজিয়া মাদ্রাসায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এশার নামাজের পরপরই এই দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মানুষজন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম ভেটু তালুকদার: ধুনট উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জহুরুল ইসলাম: সভাপতি, চিকাশি ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আবুল কালাম আজাদ: সেক্রেটারি, চিকাশি ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আব্দুল করিম: শ্রমিক দল, বাচ্ছু সেখ: সেক্রেটারি, শামীম আক্তার রাজু: কৃষক দল, মোহাম্মদ শাহাদাত: কৃষক দল, মোহাম্মদ বিপ্লব: উপজেলা ছাত্রদলের নেতা, মোহাম্মদ মিথুন: ছাত্রদল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ মোহাম্মদ লোকমান, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ হালিম, মোহাম্মদ এনামুল হক সহ গজারিয়া ও ছোট চিকাশি ৭ নাম্বার ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।
দোয়া শেষে উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
মোঃ গোলাম রব্বানী, ফটো সাংবাদিক, ধুনট বগুড়া : 


















