ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল করবে বিএনপি : খতমে নবুওয়ত মহাসম্মেলনে সালাহউদ্দিনের প্রতিশ্রুতি

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক সংবিধানে সংযোজিত এই মূলনীতিটি তুলে নেওয়া হয়েছে, যা বিএনপি ফিরিয়ে আনবে।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, সেটা বহাল আছে… কিন্তু যেটা বহাল নাই… রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ‘মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস’…সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল আর্টিকেল ৮ এর মধ্যে। সেটা তুলে নেওয়া হয়েছে আপনারা জানেন।”

সম্মেলনে উপস্থিত খতমে নবুওয়তের নেতা-কর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে সালাহউদ্দিন আহমদ বলেন, “ইনশাআল্লাহ যেটা আমরা পুনর্বহাল করব।”

তিনি খতমে নবুয়তের দাবির প্রসঙ্গে বলেন, যদি দেশের সরকার পরিচালনার দায়িত্ব জনগণ ও আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে দেয় এবং দেশের পীর, উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন সহযোগিতা করেন, তবে আজকে মহাসম্মেলনে যে সমস্ত দাবি দেওয়া হয়েছে, সকল প্রস্তাবের পক্ষে আইনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে। এজন্য তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে সালাহউদ্দিন আহমদ কলেমা ও খতমে নবুয়তে বিশ্বাসী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরে বলেন, “যদি কেউ পরে নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুলুল্লাহ (সা.) এই বাণীর মধ্যে নাই। আর যারা রসুলল্লাহর (সা.) পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।”

খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিশর থেকে আসা আলেম-উলামারা বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসআব নাবীল ইবরাহিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল করবে বিএনপি : খতমে নবুওয়ত মহাসম্মেলনে সালাহউদ্দিনের প্রতিশ্রুতি

আপডেট সময় ০৯:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক সংবিধানে সংযোজিত এই মূলনীতিটি তুলে নেওয়া হয়েছে, যা বিএনপি ফিরিয়ে আনবে।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, সেটা বহাল আছে… কিন্তু যেটা বহাল নাই… রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ‘মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস’…সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল আর্টিকেল ৮ এর মধ্যে। সেটা তুলে নেওয়া হয়েছে আপনারা জানেন।”

সম্মেলনে উপস্থিত খতমে নবুওয়তের নেতা-কর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে সালাহউদ্দিন আহমদ বলেন, “ইনশাআল্লাহ যেটা আমরা পুনর্বহাল করব।”

তিনি খতমে নবুয়তের দাবির প্রসঙ্গে বলেন, যদি দেশের সরকার পরিচালনার দায়িত্ব জনগণ ও আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে দেয় এবং দেশের পীর, উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন সহযোগিতা করেন, তবে আজকে মহাসম্মেলনে যে সমস্ত দাবি দেওয়া হয়েছে, সকল প্রস্তাবের পক্ষে আইনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে। এজন্য তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে সালাহউদ্দিন আহমদ কলেমা ও খতমে নবুয়তে বিশ্বাসী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরে বলেন, “যদি কেউ পরে নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুলুল্লাহ (সা.) এই বাণীর মধ্যে নাই। আর যারা রসুলল্লাহর (সা.) পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।”

খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিশর থেকে আসা আলেম-উলামারা বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসআব নাবীল ইবরাহিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।