
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে থাকা বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। তারই অংশ হিসেবে আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। তবে সদস্যদের কাছে এটি সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা নীল ও সবুজ রঙের পরিবর্তে একটি নতুন রঙের পোশাক পরিধান করবেন। প্রথমে মহানগর পুলিশ সদস্যদের এই পোশাক সরবরাহ করা হচ্ছে, তবে তা সীমিত পরিসরে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটি ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”
তবে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। এক সাথে সব করা যাবে না।”
পোশাক পরিবর্তনের পাশাপাশি “সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেও মন্তব্য করেছিলেন তিনি।