
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলার যৌথ উদ্যোগে “প্রতিভা খোঁজেু২০২৫” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে ওই বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, বই ও কলম প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদেরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম এবং কালিগ্রাম দৌডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, “প্রতিভা খোঁজেু২০২৫” কর্মসূচির মাধ্যমে উপজেলার মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করা, দক্ষতা বাড়ানো এবং অনুপ্রাণিত করা—আজকের শিক্ষার্থীকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সম্মাননা পর্বে শিক্ষক নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথ দেখাতে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
নওগাঁ প্রতিনিধি : 



















