
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত সমমান ৮ দলের উদ্যোগে জামালপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিকালে পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমীর মুফতি মোস্তফা কামাল ও জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন-এর জেলা উপদেষ্টা ডা. ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা যুব ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি হামিদুল ইসলাম, জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মো. মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. মোশারফ হোসেন সরকার, জেলা প্রতিনিধি জামালপুর : 



















