ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান, কারখানায় তালাবদ্ধ কয়েক স্টাফ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) এলাকায় অবস্থিত এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শত শত পোশাক শ্রমিক অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত সোয়া ১১টা পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকে।
বিক্ষোভের এক পর্যায়ে, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং অভিযোগ রয়েছে যে, ভেতরে কয়েকজন অফিস স্টাফকে আটকে রাখা হয়। শ্রমিকদের দাবি, রাতের মধ্যেই তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ ১০ নভেম্বর বেতন পরিশোধের কথা জানালেও তা স্থগিত করে ১৩ নভেম্বরের জন্য নির্ধারণ করে। আজও বেতন না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন।
কারখানার এক কাটিং সেকশনের শ্রমিক মাসুম বাবু তার প্রতিক্রিয়ায় জানান, “কর্তৃপক্ষ আজ বেতন না দিয়ে মৌখিকভাবে আরও তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এই ঘোষণায় আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হই।”
অন্যদিকে, হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন এক বিবৃতিতে দাবি করেন, আজ বেতন দেওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, শ্রমিকদের আগামী রবিবার (১৬ নভেম্বর) বেতন দেওয়ার জন্য বুঝানো হয়েছে, কিন্তু তারা তা মানছেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, “রাতের মধ্যে কোনো অবস্থাতেই বেতন পরিশোধ করা সম্ভব নয়।”
ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান নিশ্চিত করেন যে, সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলমান ছিল।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান, কারখানায় তালাবদ্ধ কয়েক স্টাফ

আপডেট সময় ০৯:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) এলাকায় অবস্থিত এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শত শত পোশাক শ্রমিক অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত সোয়া ১১টা পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকে।
বিক্ষোভের এক পর্যায়ে, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং অভিযোগ রয়েছে যে, ভেতরে কয়েকজন অফিস স্টাফকে আটকে রাখা হয়। শ্রমিকদের দাবি, রাতের মধ্যেই তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ ১০ নভেম্বর বেতন পরিশোধের কথা জানালেও তা স্থগিত করে ১৩ নভেম্বরের জন্য নির্ধারণ করে। আজও বেতন না পেয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন।
কারখানার এক কাটিং সেকশনের শ্রমিক মাসুম বাবু তার প্রতিক্রিয়ায় জানান, “কর্তৃপক্ষ আজ বেতন না দিয়ে মৌখিকভাবে আরও তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এই ঘোষণায় আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হই।”
অন্যদিকে, হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন এক বিবৃতিতে দাবি করেন, আজ বেতন দেওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, শ্রমিকদের আগামী রবিবার (১৬ নভেম্বর) বেতন দেওয়ার জন্য বুঝানো হয়েছে, কিন্তু তারা তা মানছেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, “রাতের মধ্যে কোনো অবস্থাতেই বেতন পরিশোধ করা সম্ভব নয়।”
ঘটনাস্থলে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান নিশ্চিত করেন যে, সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলমান ছিল।