ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমাসহ তিন যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঘরটি ভাড়া নিয়ে ওই তিন যুবক বসবাস শুরু করেন। বাড়ির মালিক সৌদি আরবে অবস্থান করছেন। প্রতিবেশীরা জানান, তারা খুব একটা বাইরে বের হতেন না এবং কারও সঙ্গে মিশতেন না। বুধবার হঠাৎ পুলিশ এসে ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে একটি মহল নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

তিনি আরও জানান, বোমা তৈরির সময় একজন যুবকের ডান হাতে গুরুতর জখম হয়। আটককৃতরা হলেন— টাঙ্গাইলের আলতাফের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব (২৪) এবং সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বোমা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমাসহ তিন যুবক আটক

আপডেট সময় ০৮:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঘরটি ভাড়া নিয়ে ওই তিন যুবক বসবাস শুরু করেন। বাড়ির মালিক সৌদি আরবে অবস্থান করছেন। প্রতিবেশীরা জানান, তারা খুব একটা বাইরে বের হতেন না এবং কারও সঙ্গে মিশতেন না। বুধবার হঠাৎ পুলিশ এসে ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে একটি মহল নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

তিনি আরও জানান, বোমা তৈরির সময় একজন যুবকের ডান হাতে গুরুতর জখম হয়। আটককৃতরা হলেন— টাঙ্গাইলের আলতাফের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব (২৪) এবং সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বোমা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।