
চট্টগ্রাম, ১২ নভেম্বর : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। আগামীকাল (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে গোপন প্রস্তুতির সন্দেহে আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেট, চশমা হিল এলাকায় পাঁচলাইশ থানা-পুলিশ এই অভিযান চালায়।
অভিযানের সময় বাসভবন থেকে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ প্রকাশ করেনি। এছাড়া, অভিযান শেষে বাসভবনের সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে নিয়ে গেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের জানান, একটি ফেসবুক পোস্টে বলা হয়েছিল যে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। এছাড়া, তাদের জন্য বাইরে থেকে খাবার আসছিল বলেও তথ্য ছিল। সেই সূত্রের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
ওসি সোলাইমান বলেন, "আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল এখানে যাঁরা জড়ো হচ্ছেন, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। গত বছরের ৫ আগস্টের পর রেস্তোরাঁটি বন্ধ থাকলেও অনলাইনে খাবার বিক্রি করত। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করেছেন এবং পুলিশও সে ধরনের তথ্য পেয়েছে।
মহিবুল হাসান চৌধুরী হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। তার বাসভবনে অভিযান ও কর্মী আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।