ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয়

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুইদিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের মুনিয়া পুকুর পাড় নামক এলাকার একটি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার শিকারপুর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় এক নারীর লাশ মেলে। একই দিন হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামে একটি মাছের খামারের পুকুর পাড়ে আরও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা লাশ দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে উদ্ধার করা পুরুষের নাম ঠিকানা শনাক্ত করা গেছে। তিনি জামালপুর কাঠগড় মুসলিমাবাদ এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে মো. মনিরাজ। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম। এছাড়া অপর এক নারী ও এক পুরুষের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয়

আপডেট সময় ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুইদিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কের মুনিয়া পুকুর পাড় নামক এলাকার একটি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার শিকারপুর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় এক নারীর লাশ মেলে। একই দিন হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামে একটি মাছের খামারের পুকুর পাড়ে আরও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা লাশ দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে উদ্ধার করা পুরুষের নাম ঠিকানা শনাক্ত করা গেছে। তিনি জামালপুর কাঠগড় মুসলিমাবাদ এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে মো. মনিরাজ। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম। এছাড়া অপর এক নারী ও এক পুরুষের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলে তিনি জানান।