আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও কলামিস্ট রাশেদুজ্জামান রাশেদ (মো. রাশেদ ইসলাম)।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে রাশেদ জানান, সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন ও নীলফামারী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের প্রার্থিতা প্রসঙ্গে রাশেদুজ্জামান রাশেদ নববাণীকে বলেন, “দলের পক্ষ থেকে নির্দেশনা আছে, ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন জমা দিতে হবে। সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে পারব।”
রাশেদ দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। সমাজসেবা, শিক্ষা সহায়তা ও যুব উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন কলামিস্ট।
রাশেদুজ্জামান রাশেদ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার জায়গা। ডোমার ও ডিমলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে কাজের মাধ্যমে সেই আস্থা রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি মানে মানুষের জীবনমান পরিবর্তনের সংগ্রাম। এনসিপির আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তৃণমূলের মানুষকে সংগঠিত করছি। মনোনয়ন পেলে ডোমার-ডিমলাকে আধুনিক, উন্নত ও স্বনির্ভর অঞ্চলে রূপ দিতে পারব বলে বিশ্বাস করি।”
সূত্র জানায়, ৬ নভেম্বর থেকে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা, তবে জুলাই আহত ও নিম্ন আয়ের মানুষ ২ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন।
