
নগরীর সোনাডাঙ্গাস্থ ইনভাইট পিস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত কাল অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজন ও বর্ণিল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তেলোয়াত,ইসলামী গান, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ কামরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ডাইরেক্টর ও এম সি সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা তাদের মনন গঠন, সৃজনশীলতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে এবং নিজেদের প্রতিভা তুলে ধরতে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে উৎকৃষ্ট পরিবেশনার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক : 






















