
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের নিয়ে গঠিত বৃহত্তম সংগঠনগুলোর অন্যতম “July Warriors”-এর পক্ষ থেকে তরুণ নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। মীর স্নিগ্ধ শহীদ মীর মুগ্ধের ছোট ভাই এবং সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর আলোচনায় আসেন।
সংগঠনটির পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়, শহীদ পরিবারের সদস্য হিসেবে স্নিগ্ধের এই রাজনীতিতে পদার্পণ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি জুলাইয়ের আদর্শ ও আত্মত্যাগের ধারাবাহিকতা রক্ষার এক অঙ্গীকার। তারা মনে করে, স্নিগ্ধের এই পদার্পণ দেশের তরুণ প্রজন্মের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস হবে।
"July Warriors" আশাবাদ ব্যক্ত করেছে যে, তারুণ্যের শক্তি এবং জুলাই আন্দোলনের নৈতিক ভিত্তি—এই দুইয়ের সমন্বয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দেশের সেবায় নিজেকে নিষ্ঠার সঙ্গে নিয়োজিত করবেন। সংগঠনটি বিশ্বাস করে, স্নিগ্ধের মতো তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।