
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে। প্রতিনিধিরা সিইসির কাছে প্রস্তাবিত সংশোধনীর কপি হস্তান্তর করবেন এবং দ্রুত নীতিমালা সংশোধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবেন।
প্রতিনিধি দলে রয়েছেন আরএফইডির সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. হানিফ উদ দাহার : 



















