ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট প্রকাশের পর শুরু হবে সংলাপ: ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় রয়েছি। গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে।” তিনি আরও বলেন, আচরণবিধি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সংলাপের জন্য একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেটি এখনও চূড়ান্ত নয়। সময় চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব পরামর্শ ও প্রস্তাবই আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, সংলাপে আচরণবিধির বাস্তব প্রয়োগ, প্রার্থীদের আচরণ, প্রচারণার নিয়ম, নির্বাচনী ব্যয় ও মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা হবে। ইসি চায়, সংলাপ শেষে একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক আচরণবিধি কার্যকর করা হোক।

সচিব বলেন, “নির্বাচন কমিশন সবসময় সংলাপ ও সমঝোতার মাধ্যমে এগোতে চায়। আমরা চাই রাজনৈতিক দলগুলো আস্থা নিয়ে অংশগ্রহণ করুক, যাতে আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট প্রকাশের পর শুরু হবে সংলাপ: ইসি

আপডেট সময় ১০:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় রয়েছি। গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে।” তিনি আরও বলেন, আচরণবিধি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সংলাপের জন্য একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেটি এখনও চূড়ান্ত নয়। সময় চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব পরামর্শ ও প্রস্তাবই আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, সংলাপে আচরণবিধির বাস্তব প্রয়োগ, প্রার্থীদের আচরণ, প্রচারণার নিয়ম, নির্বাচনী ব্যয় ও মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা হবে। ইসি চায়, সংলাপ শেষে একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক আচরণবিধি কার্যকর করা হোক।

সচিব বলেন, “নির্বাচন কমিশন সবসময় সংলাপ ও সমঝোতার মাধ্যমে এগোতে চায়। আমরা চাই রাজনৈতিক দলগুলো আস্থা নিয়ে অংশগ্রহণ করুক, যাতে আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।”